আছিয়ারা চলে যায় রেখে যায় চিহ্ন
ইশারায় বলে যায় আমরা কতো বন্য।
হায়েনার সামনে সে এক টুকরো মাংস
তাই দেখে জানোয়ার হয়ে গেলো হিংস্র।
হিংস্রতায় গোলাপ কলি হয়ে গেলো ধংস
জানিনা কবে হবে ধর্ষক রা নির্বংশ।
আছিয়ার আর্তনাদ বিশাল এক প্রশ্ন
আলো ভরা দুনিয়াকে ঘিরে ধরে কৃষ্ণ।