বাইরে ঝড়, প্রচণ্ড ঝড়
অবশ্য ঘূর্ণিঝড় নহে ;
তবুও সবাই ভীত কম্পিত
মুখগুলো সব ফ্যাকাসে।

মড় মড় গাছ ভাঙ্গার শব্দে
ঘন ঘন বিদ্যুৎ গর্জনে
অনেকেই আত্ম বিশ্বাস হারিয়ে
মৃত্যুর প্রহর গুনছে।

কিন্তু এতো কিছুর পরেও
একটি ছেলে মগ্ন, ভীষণ মগ্ন
পাশে হারিকেন জ্বালিয়ে
আশি বছরের ছেলেটি
বিভোর হয়ে পড়ছে “নজরুল” ।

বিধাতা ও প্রকৃতির খেয়ালিপনায়
কোন নজর নেই তার
লাইনের পর লাইন, পৃষ্ঠার পর পৃষ্ঠা
এতো পড়া তবুও শেষ নেই
বিরক্তিও নেই বিন্দু মাত্র।

হঠাৎ কি যেন ভাবতে গিয়ে
একটু হেলান দেয় বিছানায়
ঘুম যেন পাশেই বসে ছিল
সুযোগ পেয়েই জড়িয়ে ধরে।

হালকা ঘুমের ঘোরে
স্বপনে স্বয়ং নজরুল এসে বলেন
“আমীর, হে শান্ত বীর
ধন্য তুমি ধন্য
আমি যে অমর
সে তো তোমারই জন্য।