আমি যখন বাঁচতে চাই মৃত্যু ডাকে আদর করে
মরতে গেলে চোরের মতো লুকিয়ে থাকে অন্ধকারে

কাউকে যখন কাছে ডাকি সুন্দর করে দেয় সে ফাঁকি
সরল মনটা বুকের ভিতর কষ্টে করে দাপাদাপি

চাঁদকে দেখে মুগ্ধ যখন, মেঘের তখন ঘুম ভাঙ্গে
আমার ভুবন আঁধার করে সূর্য সবার দিন রাঙ্গে

আমিও নাকি মানুষ একটা এ কথা কি মানা যায় ?
এই জগতটা সবার জন্য আমার কোন যায়গা নায়

বিলাসি কানন দিয়ে গেলাম আমার জন্য অগ্নি পথ
সে পথ ধরেই হাসতে হাসতে দেখতে যাবো হাবিয়া দোজখ

২৬১  > ০৭/০৮/২০২৩