কোথায় গেলি নিশ্চুপ কেনো নত করিয়া শির?
চাহিয়া দেখ আজো বাঁচিয়া আছে বাংলার শত বীর।
ভেবেছিস তুই ডুবিয়া গিয়াছে সত্যের ধ্রুব সূর্য
চুর্ণ করিয়া দেবো আজ তোকে আর নয় কোনো ধৈর্য্য।
কোমল হৃুদয়ে এতোদিন ক্ষমা করিয়া দিয়াছি তোরে
বজ্র কঠিন হইয়াছি আজ আর দেবোনা ছেড়ে।
এক মন দুধে তুই যেনো হায় এক ফোঁটা টক বিন্দু
তোরে মারিয়া আনবো ছিনিয়া শান্তি জয়ের সিন্ধু।
বহুরূপী কতো সাঁজিসরে তুই ধোঁকা দিতে বাংলাকে
যার খেয়ে বাঁচিয়া আছিস আঘাত করিস তারই বুকে।
মানুষ নামের কলংক তুই এই ধরণীর পরে
বেঁচে থাকার তোর নেই অধিকার পাঠিয়ে দেবো ওপারে।
ওরে শোন বেঈমান লুকিয়ে লুকিয়ে আর থাকবি কতদিন
শোধ নেবো দশের হক কাড়িয়া করেছিস যতো ঋণ।
বুকের পাটা থাকে যদি তো সামনে আসিয়া দাঁড়া
সত্যের ক্ষুর দিয়া তোর মাথা করিয়া দেবো ন্যাড়া।
ক্ষেপেছি যখন ভাংবোই তোর মুখের ঐ বিষদাঁত
তুই মরিলে থাকবেনা দেশে ত্রাসে ভরা কালোরাত।
উঠে পড়ে তুই লেগেছিস যেমন ধ্বংস করিতে দেশ
আমিও তেমনি জীবন গেলেও করবোই তোকে শেষ।