আমি দেখেছি, আমার মাঝে
আমাকেই লুকিয়ে থাকতে
আমি দেখেছি অসহায় মানুষকে
অযথা আনমনে হাসতে ।
আমি দেখেছি, দীর্ঘ পথ কে
দূর সিমানায় হারাতে
আমি দেখেছি নীল আকাশকে
সাদা কালো মেঘে ঢাকতে ।
আমি দেখেছি, বৃহৎ চরকে
জলের বুকে লুকাতে
আমি দেখেছি, ব্যর্থ প্রেমিককে
দীর্ঘ শ্বাস ফেলতে ।
আমি দেখেছি, সুন্দর দিবসকে
সন্ধ্যার বাহুতে ঝরতে
আমি দেখেছি, লোহার ট্রেন কে
লোহারই লাইনে চলতে ।
আমি দেখেছি, হতাস শিল্পীকে
স্মৃতির ছবি আকতে
আমি দেখেছি, ক্ষুধার্ত শিশুকে
থালা হাতে বসে থাকতে
আমি দেখেছি, ধূর্ত অ-বাঙ্গালীর
চরম দাপট বাংলাতে
আমি দেখেছি, গরিব কবিকে
না খেয়ে কবিতা লিখতে ।
আমি দেখেছি, তাজা যুবককে
অস্ত্রের মুখে মরতে
আমি দেখেছি, একের ধন
অন্যের ঝুলায় ভরতে
আমি দেখেছি, নিশিতে গগনে
মিটিমিটি তারা জ্বলতে
আমি দেখেছি, সবার মাঝে
আমাকেই বিলীন হতে ।