আমার জীবনে তুমি অন্য এক অনুভুতি
তোমাকে রাখতেও পারিনি, ছাড়তেও পারিনা
এক পলি ব্যাগ অক্সিজেন দিতে এসে
ফুসফুস টাই ফুটো করে গেছো !
নিশ্বাসে কষ্ট নিয়ে তোমার উপমা খুঁজি
বনের বাঘ নয়, কিংবা সিংহ
অজগর, হায়েনা অথবা বন্য হাতি
তুমি এসেছিলে মশার মতো গান গেয়ে
মুগ্ধ ছিলাম মায়া ভরা ছন্দ মালায়।
আজ তুমি পাখির মতো উড়ছো
দৃষ্টি তোমার বিশাল আকাশে
আর আমার পায়ের নিচে গহীন খাদ
খাদের কিনারে দাঁড়িয়ে কল্পনায় মত্ত।
আকাশে একটি বৃত্ত এঁকেছি
মাঝখানে তোমাকে রেখেছি
সেখানে আমি বিচারক, তুমি আসামী
আমি তোমাকে ফাঁসি দেবো না
তুমি আমার স্রোতা, আমি শোনাবো গান
কষ্টের সুরে যেদিন তোমার অশ্রু ঝরবে
সেদিন হবে মুক্ত, ধ্বংস হবে বৃত্ত
একটি কথাই সেদিন বলবো তোমায়
“তুমি চির স্বাধীন, আমি আঁধারের ভৃত্য”