আমার শহর তোমায় দিয়ে গেলাম
যে শহরের দেয়ালে দেয়ালে রয়ে গেলো
স্বপ্নবাজ এক যুবকের কান্না আর হাহাকার
যে যুবক তোমার জন্য ছেড়েছে বিশাল সুযোগ
তবুও ছাড়ে নি এই শহর, এই প্রেমের আংগিনা
ঝাড়ুর আঘাত সয়েও যেমন মাকড়শা ছাড়ে না দেয়াল
তার চেয়েও বেশি লাঞ্চনা সয়েছে যে যুবক
বিধাতার কাছে লাখো কোটি বার চেয়েছে তোমায়
তুমি আর এই শহর ছাড়া যার স্বপ্নেও কিছু নেই
সেই প্রিয় শহরের প্রিয় জনের বিয়ের দাওয়াত
সেতো শহর ছাড়ারই লাল সংকেত বটে
অনেক কষ্ট হবে এই শহর ছেড়ে থাকতে
তবু চলে যাবো আর ফিরবো না কোনদিন কোন কারণে
তুমি ভালো থেকো, নষ্ট করো না নতুন ভুবন
আমার শহর তোমায় দিয়ে গেলাম।

১৭।১০।২০২৪