সুখে হোক দুঃখে হোক থাকি আমি হেসে রঙিন
আজ আরও বেশি রঙিন, আজ আমার জন্মদিন
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জানাও তোমরা শুভেচ্ছা
উজাড় করে দেবো আমি হৃদয়ের ভালোবাসা।
ভালো মন্দের বিচার পরে, সবার দেহেই আছে মন
কেউ কাছে কেউ দূরে সবাই আমরা প্রিয় জন।
জন্মের মতো নিয়ম মেনে আমিও একদিন যাবো চলে
ক্ষমা করে দিও সবাই থাকলে ভুল হামিদুলে।