মুক্তিযোদ্ধার গুলিবিদ্ধ বুকের রক্ত একফোঁটা
আমার বাংলা
রাজাকার, পাকসেনা দ্বারা ধর্ষিতা যুবতি বধূর লজ্জা !!
আমার বাংলা
ভিখারির ঝুলায় জমানো দানের চাল এক্মুঠা
আমার বাংলা
লাঞ্ছনা আর হতাশায় বদ্ধ, বিরহিণীর কান্না
আমার বাংলা
কারো ধারনায় স্রোতে ভেসে চলা হালকা খড়কুটা
আমার বাংলা
আশ্রয়হীন যাযাবরের কাংখিত ধুলার বিছানা
আমার বংলা
চক্রান্তে নিশ্চুপ থেকে অবশেষে হয়েছে কলঙ্কিতা
আমার বাংলা

হে বঙ্গ জননী, আমি তোমায় পবিত্র করবো
যারা কলঙ্কিত করেছে তাদের মেরে খুনি হবো
আমি আইন বুঝিনা, কোনো সময় বুঝিনা
তোমার নিন্দা যেই করুক, তার রক্ষা নেই, ক্ষমা নেই
তোমার জন্য হবো আমি ক্ষ্যাপা বিদ্রোহী
হে বিশ্ববাসি শোনো, আকাশ বাতাশ শোনো
সকলের সেরা, সর্ব শ্রেষ্ঠা, আমার সোনার বাংলা।

লেখার তারিখঃ ১০/০৮/১৯৯৭