আজ আমি ভালো মানুষ, তাই অসহায়, তাই নিরুপায়
কতোজন পাশ কেটে চলে যায় মেরে ধাক্কা অবহেলায় ।
কিন্তু যখন ছিলাম সন্ত্রাসী, চাঁদাবাজ, তখন কতজন এসে
করেছে সম্মান, বলেছে কথা নত- শিরে মোর কাছে ।

যে মেয়েটি আজ আমাকে চিনতে পারেনা, কথা বলেনা
মোর হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়েছে দিয়ে একবুক ছলনা ।
সেও একদিন কাছে আসতো মিষ্টি কথায় প্রাণ জুড়িয়ে দিতো
আর বলতো, “কথা দাও কোনোদিন মোরে ভুলে যাবে নাতো ?

বাহ বাহ, পৃথিবী এই তোমার নিয়ম, এই তোমার নীতি
ভালো হওয়ার আহ্বান জানিয়ে মোর করলে এতো ক্ষতি ?
তবু সুন্দর পথে নিঃস্ব হয়েও গেয়ে যাবো মানবতার গান
কারো মনের বিষ নয় আদর্শ হয়ে বাঁচতে চাই আমি “আমান”