আলু খাবো ? আলুর দাম চড়া !
রাস্তায় যাবো, রাস্তায় শুধু মরা !
আমি খাবো টা কি ? যাবো কোথায় ?
এই কথা বলতে গেলে শোনার মানুষ নাই।

কথা বলবো ? গলায় ধরেছে পচন !
হাত বাড়ালে কোথাও পাইনা আপন।
আমি বলবো টা কি ? চাইবো কাকে ?
রক্ত পচা দুর্গন্ধ আঘাত করে নাকে।

প্রজা হবো ? প্রজার বাজার সস্তা
দশ প্রজার বিনিময়ে আলু এক বস্তা।
তবু রাজা হবো না, রাজ্য চাইনা
মেটাতে পারবো না আমি প্রজার বায়না।