একজনারই ইচ্ছে মতো সারা বিশ্ব-ভুবন চলে
কশ্মিনকালেও এই সত্য বানী কেউ যেওনা ভুলে।
অনেক কিছুই চায় অনেকে এই ধরনীর পরে
কারো আশা মেটে আবার কারো বা যায় ঝরে।
এমন কেউ নেইকো ভবে যে চায়না কোনো কিছু
ছোট বড় শত কল্পনা লেগে থাকে সবার পিছু।
মুখ খুলে বলে কেউ আবার কেউ রাখে মনে মনে
কবে আশা মিটবে তার তাই সে প্রহর গুনে।

সবার মতো আশায় আশায় আমিও গুনেছি প্রহর
কিন্তু আামার বেলায় বিশ্বকর্তা হলেন বড় কহর।
পাওয়ার বদলে হারানোর পালা আমার ভাগ্যে জুটিলো
ব্যর্থ হলো জনম হায় মনের স্বাধ না মিটিলো!
স্বপ্নভরা আঁখিতে এসে জমা হলো শুধু জল
স্তব্ধতায় ভরে গেলো চারিদিক হারালাম বুকের বল।
শেষ করা তো হলোনা মোর যা ছিলো করনীয়
চেয়েছিলাম কিছু রেখে যেতে ভবে থাকতে স্মরনীয়।

বিকেল গড়িয়ে সন্ধা আসিলে আর কি যায় খেলা?
কতো আপনজনকেউ হারাতে হয় ভাঙ্গে যখন মেলা।
হয়তো কোনো খুঁশির মাঝেই শুনবে আমার মৃত্যু কথা
ক্ষনিকের তরে মোচড়াবে হৃদয় পাবে কিছুটা ব্যথা।
সময় যে হায় ফুরিয়ে গেছে কি হবে মায়া বাড়িয়ে
পারলে একটু দোয়া করে দিও সাদা কাপড়ে মুড়িয়ে।
শেষ মিনতি সবার কাছে রাখিও গো সবাই স্মরণে
কাঁদিওনা কেউ ফেলিওনা জল আমার অকাল মরণে !