কোথা গেলে ও দেশ বন্ধু, থেকোনা চুপ এসো ছুটে
দেশ যে হলো বিষাদ সিন্ধু।
আর কতোদিন থাকবে ঘরে, কাঁদবে শুধু মাটিতে লুটে
বেরিয়ে এসো রাম দাও টা সঙ্গে করে।

দু’চোখ মেলে চেয়ে দেখো, চারিদিকে দুষ্টের দল
শিয়ালের মতো করছে খ্যাঁকো
তোমার কি কিছু নেই স্মরণে, বাহুতে ছিলো কতো বল
এক ঝটকায় শতো দ্রোহী পড়েছে চরণে।

আহা! দেরি করছো কেনো, সময় যে অতি অল্প
সুন্দর সব হাতছাড়া হবে যেনো
ভাবছো কি মোর এসব কথা, সত্য নাকি বানিয়ে বলা গল্প
দেখেই যাও কারা খাচ্ছে দেশের মাথা।

তুমিও কি তবে ওদের দিকে? নিজের স্বত্ত্বা বিলিয়ে দিয়ে
দেশকে ধ্বংস করবে লুকে লুকে
তাই যদি হয় শুনে রাখো, ফিরে যাবো শুন্য হয়ে
তোমার নাম মুখে নেবো নাকো।

ও শহীদ বীর সেনানী রা শোনো, তোমাদের দেশে মানুষ কই?
হয়ে গেছে স্বার্থপর আর বুনো
তোমরাই বলো কোথায় যাবো, স্বাধীন ভূমে অধিকার নেই
নাকি দাবি আদায়ে বুলেট তুলে নেবো।

ওহ মা! কে আঘাত করলো শিরে, শূলের মতো ঠেকলো
জন্মভূমি মাথার মধ্যে কাঁপছে ঘুরে ঘুরে
চারিদিকে শুধু শত্রু করছে নাচন, অবশিষ্ট আর কি থাকলো?
ব্যথার জলে ভরে গেলো মোর অগ্নি লোচন।