শেরপুর, কুমরি, কাটাজান
রয়েছে যেথা বধূ, সংসার, সন্তান
সব ছেড়ে বুকে বেঁধে পাষাণ
নিজের দেশেই পরবাসী যে মহান
প্রাণ উজাড় করে আজ বলবো তার কথা
তিনি হলেন, অধ্যাপক নুরুল হুদা।
আঠারো বছর কাটিয়ে দিলেন
ইব্রাহীম খাঁর স্মৃতি আলোয়ে
এখন তিনি বন্দি যেন
মহৎ একটা বৃহৎ বলয়ে
তাই ইচ্ছা করলেও হয়না ফেরা
প্রাণ প্রিয় পিতা মাতা শুয়ে আছে যেথা
শিক্ষা বিস্তারে যার এতোই ব্যস্ততা
তিনি হলেন অধ্যাপক নুরুল হুদা।
আসল শিক্ষা ছড়ানোর জন্য
অর্থ কে ভেবেছেন চির নগণ্য
বিলিয়ে দিয়েছেন আপনাকে তাই
জীবনকে রেখে অবহেলায়।
শিক্ষক নামের কলঙ্ক যারা
একবার এসে দেখে যাক তারা
কেমন করে ছড়াতে হয় জ্ঞানের বারতা
সন্তান ও শিক্ষার্থীর মাঝে যিনি এনেছেন সমতা
তিনি হলেন অধ্যাপক নুরুল হুদা।