উলংগ শহর তার মাঝে
বিশাল বিশাল অট্রালিকা
সেই অট্টালিকার অবজ্ঞা অবহেলায়
কোনো রকমে রয়েছি বেঁচে
আছি দালানের নিচে ।

দালানের প্রতিটি জানালায়
উঁকি মারে সত্য মানুষের মুখগুলো
ছুঁড়ে ফেলে ওরা আধা খাওয়া খাদ্য
কখনো ছুটে আসে থুথু
লেপটে যায় আমাদের অবহেলিত মুখ
তাচ্ছিল্য অনুদানে এভাবেই থাকি বেঁচে
আছি দালানের নিচে ।

কখনো কখনো ভেসে আসে
উঁচু তলা থেকে ঠাণ্ডা যুদ্ধের বানী
শিউরে উঠি, মনে মনে ভাবি
ওরা কি তবে কষ্টের মোড়কে বদ্ধ !
ওদের চাকচিক্য কি তবে
শুধুই লোক দেখানো খেলা ?
মুখে হাসি নিয়ে বহন করছে জ্বালা !

দালানে ওরা যেভাবেই থাকুক না কেনো
এই যে আমরা, বিশাল আকাশের স্নিগ্ধতায়
খরা, ঝরায়, ধৈর্য আর সহিষ্ণুতায়
বাইরে ভিক্ষুক আর অন্তরে রাজার বেশে
মহাসুখে ক্ষণিক সময়ের দেশে
আছি দালানের নিচে ।