আমার কবি হতে মন চাই,
লিখেছি অনেক কবিতায়।
অমলের মতো ঘুরেছি কত!
দু'টি কবিতা ছাপার মতো;
বাকীগুলো খামোখায়।
বলো, এমনে কি কবি হওয়া যায়!
কাজী নজরুল তাঁর অজস্র কবিতায়,
সুখ-দুঃখ জীবনের কথা শোনায়।
পৌঁছেগেছে অসংখ্য কবিতা তাঁর
মানুষের দ্বারে দ্বারে, গেঁথেছে মনের তার।
ফলে, অচিরেই পেয়েছেন কবি সম্মান —
কাজী নজরুল;
দু'হাত ভরে দিয়েছে তাঁর পাঠক-কুল।
আর, আবোল-তাবোল ঠাঁই পায় —
আমার কবিতায়;
বলো, এমনে কি কবি হওয়া যায়?