ভালো নাম: হামিম হোসেন মণ্ডল
ডাক নাম: বুলবুল
ঠিকানা: ঝাউবনা, নওদা, মুর্শিদাবাদ, পঃবঃ, ভারত
জন্মদিন: ৩১লা জানুয়ারী
নবম শ্রেণিতে সংবাদ প্রতিদিন-এর প্রকাশনার 'পড়াশুনা' মাসিক পত্রিকায় প্রথম একটি চিঠি ছাপা হয়।
এরপর আনন্দবাজার পত্রিকায় শনিবারের ডাকঘর বিভাগে মাঝে মধ্যেই পরিষেবা বিষয়ক চিঠি প্রকাশিত হয়।
এরপর থেকে দৈনিক কলম-এ অভিমত বিভাগে আমার অভিমত মাঝে মধ্যেই প্রকাশ পায়। 'আজকের কলম'-এ চিঠিপত্র বিভাগেও এমনি পত্র ছাপা হয়েছে।
আজকের কলমে আমার লেখা কয়েকটা নিবন্ধ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।
দৈনিক কলম-এ ইতিমধ্যে দু,টো কবিতা প্রকাশ পায় এবং কয়েকটা 'শব্দ কলম' বা 'শব্দ ছক' প্রকাশিত হয়।
আন্তর্জাতিক বাংলা বেতারে আমার লেখা চিঠি পড়া হয়। রেডিও জাপানের কথা-কলমে কবিতা প্রকাশ পেয়েছে।
বাংলাদেশের 'সরেজমিন বার্তা' অনলাইন পোট্রালে আমার লেখা অনেকগুলি সংবাদ প্রতিবেদ প্রকাশিত হয়েছে, দৈনিক সরেজমিন প্রিন্টেড ভার্সানে আমার লেখা একটি প্রতিবেদ ছাপা হয়েছে।
E-mail: hamimhossainmandal@gmail.com
FB fan page: fb.com/hhmandal.bulbul