যাদের কথা ভেবেছি আমি নিদ্রায়-জাগরণে,
উড়ছে তারা বিশ্বে নিখিলে, আমি আজ গৃহকোণে।
আমি বোকা তাই বিদুষী দেহের নারীকে বেসেছি ভালো,
ভুলেই গেছি ওরা অপরূপা, আর আমি পাগলা আমাবশ্যার কালো।
আজ আমার হৃদয়ে শুধু কষ্টের কারাবাস,
বুক ভরা মিথ্যে ভালবাসা আর স্মৃতির দীর্ঘশ্বাস।
জয় করবার মতো একটি মনও যখন আর অবশিষ্ট নাই,
তখন আর কীসের অপেক্ষা পৃথিবী তোমাকে বিদায়।