রাতের পুণ্য লঘনে, নীল নবঘন গগনে।
চন্দ্র প্রদীপ জ্বলেছে, হাসি মুখে সে অনেক কথাই বলেছে।
নদী জলে ঘাসে শিশিরে, তার হাসি আছে মিশিরে।
তার ঘন চুলে হিন্দোল, দক্ষিণা বাতাসে দিয়ে যায় যেন তিন্দোল।
চোখ যেন তার শুভ্র মায়া হরিণী, এক জনমে তাকে দেখে মন ভরেনি।
তার বাঁকা ঠোটের মুক্তঝরা হাসিতে,
আমি পাগলা পড়ছি প্রেমে, মরছি প্রেমের ফাঁসিতে।