একে একে চলে গেছে কত বসন্ত,
অজস্র জন্ম ধরে তোমার জন্য জমিয়ে রাখা ভালোবাসা, প্রথমে কৃষ্ণচূড়া এবং তা থেকে পচাতে গলাতে প্রবাল পাথরে পরিণত করেছে আমাকে।
তবু, তুমি আসনি।
তুমি আসবে বলে আমি হৃদয়ের খাগ আর ভালোবাসার রং দিয়ে লিখেছিলাম শত সহস্র গান, সীমাহীন প্রেমের কবিতা, ভালোবাসার অলিক গল্প।
লিখতে লিখতে আমার লেখার হাত আজ অসাড় হয়েছে,
তবু, তুমি আসনি।
তোমার ভালোবাসা পাবো বলে, আমি অজস্র বার জন্ম নিয়েছিলাম। তোমাকে ভালোবাসতে বাসতে আমার সবকয়টি জন্ম নিঃশেষ হয়েছে পাঁচ পয়সার মোমবাতির মতো।
তবু, তুমি ভালোবাসোনি।
তুমি আমার ক্লান্ত মুখের দিকে মায়া হরিণের মতো চোখ তুলে তাকিয়ে, আমাকে শীতল করবে বলে, আমার সবকটি জন্ম আমি কাঙ্গালের মতো তোমার পিছে ঘুরেই কাটিয়ে দিই। আমাকে তোমার জন্য পাগল হতে দেখে, তুমি কুড়হাসি হেসেছিলে ঠিকিই,
কিন্তু আমার দিকে একবার ফিরেও তাকাউনি।
আমি বুঝে গেছি, তুমি আসবেনা, তোমরা ভালোবাসোনা কখনই, , ,
তোমরা তো লোভী, শুধু পাষাণ স্বার্থপরের মতো ভালোবাসা পাবার প্রতীক্ষাই থাকো।