জীবন তরী উজান চলে বৈঠা বিহীন মাঝি,
ভাটির পথে আনতে জীবন ধরছে সবাই বাজী।
কেউবা হাতে কলম ধরে কেউবা ধরে ছুরি,
বাঁচার জন্য যুদ্ধ চলে এইনা  জগত জুড়ি।
কেউবা বসে এসি রুমে লক্ষ টাকার গাড়ি,
হয়তো কারো ভাত পেটে নেই সিকেই শূন্য হাড়ি।
কারো জীবন ছন্নছাড়া কেউবা ম্যানেজার,
কেউবা মারে লাত্থি গুঁতো কেউবা খাই সে মার।
কারো আছে স্বর্ণ মহল টাকা কড়ি কড়ি,
অভাব বোধে মরছে বা কেউ গলাই দিয়ে দড়ি।
চলছে সবই এলোমেলো ভুলের ঘনঘটা,
দেখে শুনে বুঝে নে ভাই আজব দুনিয়াটা।