মানুষ হবে জলের মত নরম,
খুর দিয়ে বুক চিরে দিলেও লেগে যাবে জোড়া।
কিন্তু সবাই মাটির খাঁচায় পুষছে তুষের আগুন,
গন্ধ নিলেও ভীষণ রকম লাগছে পোড়া পোড়া।
পথের বাঁকে পথ হারা সব মানুষ,
উপর দেখে যায় চেনা না কারো।
ভুল প্রেমে মন উদাস সবার একি,
মন পোড়া মন ভাঙ্গছে দেখি আরো।
আমরা মানুষ হাসির মুখোশ পরে,
আড়াল করি দূঃখ আছে যত।
ভেতর ভেতর সবাই ভাঙ্গা-চোরা,
বাহির থেকে দেখতে জোড়ার মত।