তুই বুঝি মরে গেলি মন
আর বুঝি নিবি নাকো শ্বাস,
নেই বুঝি আর প্রয়োজন
বুক জুড়ে ঘর বেঁধে বাস।
তোর বুঝি চোখ জোড়া ঘুম
আর বুঝি উঠবিনা জেগে,
পৌষের চোখ হলো গুম
শ্রাবণের জল তাতে লেগে।
তোর বুঝি ইচ্ছেরা যত
এই বুঝি চলে গেল ছেড়ে,
তোর বুঝি দগদগে ক্ষত
আর বুঝি উঠছেনা পেরে।
এই বুঝি মানুষের ভীড়ে,
তোর বুঝি ঠাঁই নেই
আর কোন নীড়ে..।।