আজ তুমি যদি থাকতে
ঠিকই বৃষ্টি নামতো চায়ের কাপে
জলে ভাসতো জোড়া কদমের ডাল
বোকা চড়ুই ভাসতো তাতে।
যদি থাকতেই তুমি আজ
হতো সত্য ধানের চাষ
জলের মিছিল বইত আমার খাঁ খাঁ শুন্য মাঠে
প্রাণ ভাসতো মরা কাঠে।
তুমি থাকতেই যদি আজ
বোকা খরগোস দিতো ঘুম
আবার জিততো কচ্ছপ ছানাই পুরান রেসের মাঠে
তরী ভিড়তো আমার ঘাটে।
আজ থাকতেই যদি তুমি
আমিও দিতাম মেঘের গায়ে আলতো ঠোঁটের ছোঁয়া,
জানিনা কি সব হয়ে যেত ক্ষন,
কি যেত তোমার খোয়া...।।