আমার সজ্জা কাঁপিয়ে তোমার আগমন
আন্দোলিত করে আমাকে।
তোমার মাদকতায় চেয়ে থাকা
নেশায় ডুবিয়ে রাখে আমায়।
তোমার একটু খানি স্পর্শ,
আমাকে অবশ করে রাখে অনন্তকাল।
তোমার অনাকাঙ্ক্ষিত আলিঙ্গনে,
আমার চোখের জ্যোতি হারিয়ে যায় জমাট অন্ধকারে।
তোমার অনাবৃত প্রান্তর
আমাকে আহ্বান করে নতুন অভিযানে।
অনভিজ্ঞ এক অভিযাত্রীকে জোছনা চেনাও তুমি।
আমার পরিশ্রমী অঙ্গ সাজিয়ে দেয় তোমার চরণ ভূমি।
তারপরও.....,
আমার দেহের প্রান্ত খোঁজায় তোমার ব্যাকুলতার দৃশ্য,
আমাকে লজ্জায় ডুবিয়ে দেয় তোমার সমুদ্রের জলে।
আর সে জলের কয়েক ফোঁটা
ভিজিয়ে দেয় আমার সজ্জাকেও।
এই অসভ্য রাতের বিদায় হতেই
হাওয়ায় মিলিয়ে যাও তুমি।
শূন্য সজ্জা আর ক্লান্ত দেহে
অপেক্ষায় থাকি আমি,
এমন আর একটি রাতের জন্য..।

হায় স্বপ্ন...!
এক নিরব পতিতা তুমি..।

(০৪-১১-২০০৮)

**********+*********"