বেড়েই চলছে লকডাউন, তাতে কি....।
পৃথিবীর সবচেয়ে ছোট গরুটা এখন আমাদের দেশে।
পিঠ ভরে খেয়ে পেট ভরে স্বপ্ন দেখছে মানুষ,
শুধু কিছু আজন্ম ভিক্ষুকের দল,
বারকয় হারিয়ে ফেলছে হুঁশ।
মধ্যম আয়ের দেশে মিথ্যেবাদীরাই নাকি না-খেয়ে থাকে,
আর সত্যবাদীর পেট ভরা শিক্ষার আলো
এক-দু বছর নাকি এমনিই ঘর জ্বেলে রাখে।
দুয়ারে দাঁড়িয়ে সরকার নাকি মানুষেরই জন্য,
চায়ের দোকানে মানুষের ভীড়, খেতে নিত্য জরুরি পণ্য।
সবচেয়ে বড় শহরের রাস্তায় ঝুম বৃষ্টির ধারা,
কেউ রিক্সায়, কেউ নৌকায়,
মধ্যম আয়ের বাসস্ট্যান্ড থেকে সাঁতার কেটে ঘরে ফিরছে তারা।
মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ, তাতে কি....।
পৃথিবীর সবচেয়ে ছোট গরুটা এখন আমাদের দেশে,
পৃথিবীর সবচেয়ে কম ঘাস খায় সে।