আমার সমুদ্র ভালো লাগে,
কেন জানি পাহাড়টাকে একটু বেশিই অহংকারী মনে হয় আমার।
অতবড় সূর্যটাকে পেটে নিয়ে
দিন শেষে ঘুমাই যে সমুদ্র,
তার সামনে নিজেকে ভীষণ তুচ্ছ লাগে আমার।
আমার তুচ্ছ হতে ভালো লাগে..।
অসীম সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে তুচ্ছ হতে ক্ষতি নেই।
আমি আরো বেশ কয়েকবার তুচ্ছ হতে চাই।
অন্তত আর একবার হলেও তো চাই'ই....,
কোন এক কাকডাকা ভোরে
একটা পাঁচফুট পাহাড় কে সাথে নিয়ে
সাগরের তীরে দাড়িয়ে
সকালের সূর্যটা দেখতে দেখতে
পাঁচফুট পাহাড়টাকে বলতে চাই,
"দেখো, কী ভীষণ তুচ্ছ আমি,
কী নগন্য...!
আমার বৈভব নেই, অহংকার নেই..
শুধু মাথার উপর সীমাহীন আকাশ
আর পায়ের নিচে নোনা জল ছাড়া।"
তুমি ইচ্ছে হলে এখন
আরও বেশি অহংকারী হতে পারো।।