সব তবুও চলে যায় 
পড়ে থাকে লাল টুল,
মাঝে মাঝে আনমনে
দেখা মেলে খোলা চুল। 

সেই'ই আছে দাঁড়িয়ে 
রেলিংএ দিয়ে হাত,
সন্ধেরা ভোর হয়
এভাবেও কাটে রাত ।

দূর থেকে দু-পলক
দেখেও কী শান্তি..! 
প্রাণহীন লাল টুল
তুই যদি জানতি..??

ভুল করে কেউ যদি
ভুল কিছু চাইলেই,
ভুল কীগো মানুষেই
ঈশ্বরে ভুল নেই ....?? 

ঈশ্বরও ভুল করে
ঝড়ে মরে শিশুটাও,
ফের কেন যোগ ভাগে 
বিবেকের কিছুটাও..!!

ক্ষতি কিসে নীল টিপ
কপালের আকাশে, 
গায়ে লাগে ধূলোটাও
মনভরা বাতাসে। 

এক ঘরে এতো "ত"
তাই করি তদবির, 
ইচ্ছারা দূর ছাই 
এ-মাথায়'ই করে ভিড় !! 

নাই যদি বোঝো তুমি
ভালোবাসি লাল টুল,
ঈশ্বরও ভুল করে
আমি তবে কোন চুল...??