এমনি করে ক'জন পারে
অসময়ে বাসতে ভালো
গভীর কালো
চাঁদের আলো
যত্ন করে
গায়ে মেখে।
ক'জন পারে এমনি করে
পথের ফুলে বিভোর হতে
যে পথ ধরে
অন্ধ পথিক
হারিয়ে গেছে
তেপান্তরে
পাগলা ঘোড়ার
পিঠে চেপে
হাতের মুঠোয়
দূঃখ মেপে।
এমনি করে ক'জন পারে
একটা জীবন কাটিয়ে দিতে
বুক পকেটে
জোনাক ভরে
তোমায় ভেবে
হাত বাড়িয়েই
জোনাক ছুঁয়ে
আশ মেটাতে।।