বেঁচে থাকা প্রতিটি মানুষই রাজার মতো,
এই যুগে মুকুটের ভার বইতে পারে না কেউ।
কি হয় মানুষ মরে গেলে...!
কেউ কাদাজলে মিশে ফসলের উর্বরতা বাড়ায়,
কেউ ছাই হয়ে বাতাসে উড়ে আবার মাটিতেই ফিরে আসে।
ভরপেটে বাড়ন্ত শরীর রাজার মতোই
ভয়ে কুঁকড়ে উঠে অপমান, অবহেলা আর অবজ্ঞায়।
কিন্তু পেটের ক্ষুধা অনায়াসে জ্বালিয়ে দেয় ঈশ্বরের নোটিশ বোর্ড।
চোখ থেকে রুচি আর বিভেদের পর্দা খসে পড়ে অভুক্ত শরীরের।
ঠিক তখনই মৃত্যু ঘটে প্রতিটি কিং লিয়ারের।
কনিষ্ঠ কন্যার ভালোবাসার যথার্থ অর্থটা যেমন তারা বুঝে নেয়,
মৃত্যুশয্যায় প্রতিটি কিং লিয়ার হয়তো এটাও বুঝে নেয়,
মানুষ কাউকে কাউকে ঠিক ততটুকুই ভালোবাসে,
যতটুকু তার নিজের প্রয়োজন।