কেউ আমাকে জোর করেনি,
আমি স্বেচ্ছায় তুলে দিয়েছি প্রাণ দানবের হাতে।
আমি স্বৈরাচারের বিছানায় শুয়ে,
পরম আদরে জাপটে ধরেছি গনতন্ত্রের কোলবালিশ।
কেউ আমাকে বাধ্য করেনি মোটেও,
আমি স্বেচ্ছায় নিলামে তুলেছি মাথার মগজ।
প্রতিফোঁটা রক্তের বিনিময়ে,
দিনশেষে হিসেব কষে পেয়েছি এক একটা চালের দানা।
কেউ আমাকে দেখাইনি ভয় অথবা লোভের মিছিল,
আমি স্বেচ্ছায় কেঁপে উঠেছি ভয়ে কিংবা লোভে।
ভয়ের আগুনে জ্বলতে জ্বলতে,
লোভের পাহারাদারের কাছ থেকে চেয়ে নিয়েছি তিন পেগ বিশুদ্ধ জল।
কেউ আমাকে বলেনি কিছুই,
আমি স্বেচ্ছায় গিয়েছি বোবা ডাহুকের কাছে।
যে ঘাঁসফুল ভেসে গেছে বানের জলে, তাকে বলেছি, "সুখি হও.."
ডাহুককে বলেছি কান্না থামাও, তুমিও একদিন কবি হবে...।।