আমার সকাল পূর্ন হলো
তোমার পানে চেয়ে,
ওলো কাজল মেয়ে..

মায়ার আভা গড়ায় তোমার
শাড়ির আঁচল বেয়ে,
ওলো কাজল মেয়ে..

অবাক চোখে তাকিয়ে ছিলেম
লাজের মাথা খেয়ে,
ওলো কাজল মেয়ে ।।