বিয়ের আগেও ভাব-ভালোবাসা ছিল নাকি কারো সাথে..?
স্ত্রী আসিয়া এই কথাটিই জিগাইলো এক রাতে।
কি করি কি বলি ভাবিয়া আমি, বলিলাম ওগো শোন,
এক দিনেই কি স্বাধীন হইয়াছে, পৃথিবীর দেশ কোন..?
একদা এদেশও শাসন করিত, পাকিস্তানি হানাদার
তাহার আগেও ইংরেজ ছিল আরেক দখলদার।
তাহারো আগে নবাবের দল চষিয়া বেড়াইত সবে,
সব কথা কি মনে আছে আজ, কি ঘটেছে কবে..?
থাক থাক আর বলিতে হবে না, স্ত্রী কহিল রেগে
না জানি কতো ইতিহাস আছে, তোমার ভেতরে লেগে।
সেসব এখন শুনিতে চাহি না, ঠিক থাকিবেনা মাথা
কি ঘটিতেছে স্বাধীনদেশে, শুধু বলো শুনি তার কথা।
তোমায় বলে কিলাভ যেমন বললে কলার খোসাকে,
স্বৈরাচারের শাসন চালাও, গনতন্ত্রের পোশাকে।
যেই না বলেছি এই কথাটি, স্ত্রী রাগিয়া টং
আমারে নাকি দেখায়ে ছাড়িবে স্বৈরাচারের ঢং
বেগতিক দেখে বুঝলাম আজ, লাভ হবেনা কোন,
আগের মতোই জোড়হাত করি, বলিলাম ওগো শোন,
"এমনি করিয়া সংসারে যদি, গনতন্ত্র রুখবেই
স্বাধীন দেশও চীন ভারতের, কোন এক দিকে ঝুঁকবেই।