অথচ সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল
লক্ষ লক্ষ সৈনিকের ভারি অস্ত্রের সুসজ্জিত পাহারাও ছিল বেশ
তার চেয়েও বড় দেয়াল উঠেছিল মানুষে মানুষে
বিভেদের, ধর্মের, জাত আর আত্ম-অহংকারের
তেলের পয়সায় মনিব হয়ে বসেছিল ধর্মের ভাই
অস্তিত্বের মিছিলে তৃতীয় বিশ্বের বোন হয়েছিল বেশ্যা,
আর ভাইগুলো সব কৃতদাস।
ওরা কৃষকের শেষ ধানটুকু বেচে
বারুদ কিনে ভরতো রাষ্ট্রীয় খাদ্যগুদাম।
ওরা সদ্যোজাত শিশুর ভবিষ্যতের উপর চালিয়ে দিতো বুলডোজার
আর শ্রমিকের রক্তে ডুবিয়ে রাখত সাবমেরিন।
এই জরাগ্রস্ত পৃথিবীতে ভাবছো ওরা ভয়ে চুপ হয়ে গেছে...?
ওরা ঘাপটি মেরে বসে আছে চার দেয়ালের মাঝে,
যেখানে অব্যাহত আছে কাঁচা মাংস আর তাজা রক্তের যোগান।
ওরা শুধরাবে না.. ওরা কোনদিনই শুধরাবেনা।
আবার যেদিন সুযোগ আসবে
ওরা একযোগে বের হয়ে যাবে তাজা রক্তের খোঁজে
প্রতিটি সীমান্তে গড়ে তুলবে আরো উঁচু দেয়াল।
আর্জি করি ঈশ্বর
সরিয়ে নাও নোটিশ বোর্ড
এই অমানবিক ভূখণ্ডে
মদ না খেয়ে বেঁচে থাকা অসম্ভব।