বন্ধু থেকো সুখে,
আমার মনের বিশাল আকাশ তোমায় দিলাম লিখে।
দিলাম তোমায় জোড়া দীঘি, সবুজ ঘেরা গাঁও
ঘাটের পাশেই রেখে দিলাম আমার খেয়া নাও।
ইচ্ছে হলে দেখতে এসো, পদ্ম পাতায় দুপুর
গাং শালিকের পায়ের ভাজে কলমি লতার নূপুর।
দেখতে এসো কাকের কোলে ঘুমায় কোকিল ছানা,
সাপের মুখে আদর দিলেও করবে না কেউ মানা।
দেখতে এসো বুকের বাসায় ঘুমিয়ে আছে চিল,
একলা ডাহুক ঘর বেধেছে উজান ভাটির বিল।
বনের পশু সবাই রাজা দেখবে যেন এসে,
মানুষ শুধু মনের পশু যত্ন করে পোষে।
দেখতে পাবে সবই আছে, দুচোখ ভরে রোজ
তবুও কেন সবাই করে কিসের জানি খোঁজ.?
যায় না বলা অনেক কিছুই বোবা পাখির মুখে,
গাং শালিকের চোখ ভেসে যায় ঘাস ফড়িংয়ের দূখে।।