তুমি আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার,
একেবারেই নিজস্ব গোপন একটা কিছু।
আমাকে গ্রেফতার করে, আমার সমস্ত
বৈধ-অবৈধ সম্পদ তন্ন তন্ন করে খুঁজে,
কেউ পাবে না তোমার নখের একবিন্দু ধুলো।
এমনকি আমার গোপন ডাইরিতেও তুমি নেই।
তোমার ফেলে যাওয়া চুল, নখের আঁচড়,
বুকের ঢিবঢিব শব্দ আর হাসিকান্নায় উদ্বিগ্ন মুখ
বহুদিন ধরেই আমি গুম করে রেখেছি,
আমার একান্ত নিজস্ব একটা গোপন বাঙ্কারে।
যদি সত্যি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়,
যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় সুসজ্জিত সৈনিকের হাতিয়ার
কারো বাবার সাধ্য নেই তোমাকে খুঁজে পাবার
যতই প্রশিক্ষিত সৈন্যের বহর হোক, ইউক্রেন কিংবা রাশিয়ার।