তোমার প্রস্থানে আফসোস নেই কোন,
শুধু একটা চঞ্চল ঘাসফড়িং এর জন্য
এক চিলতে দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় আমি এখনো।।
বুকের ভেতরটা মোটেও কাঁপে না আমার,
তোমার যাওয়ার পথের দিকে চেয়ে
শুধু সামান্য একটু দীর্ঘশ্বাস
একটা অচেনা শালিকের জন্য,
যার ডানার সবচেয়ে দীর্ঘ পালকটা পড়ে আছে রাস্তায়
ধুলো মাখা জঞ্জালের মতো, ভীষন আবহেলায়।
মানুষই তো ভুল করে ভালোবাসে,
কেউ আবার ভালোবেসেও ভুল করে।
আমার তবুও আফসোস নেই কোন
ভুল অথবা সঠিক ভালোবাসায়।
শুধু একটুকরা দীর্ঘশ্বাস এক চিলতে রোদের জন্য,
যে ভুল করে অসময়ে ঢুকে পড়তে চাইতো
তোমার শোবার ঘরের বাঁ-পাশটায়।
যেখান থেকে আকাশ দেখো তুমি,
বিশাল বড় অনেক বড় আকাশ।
আমার তাতে আফসোস নেই কোন,
শুধু একটুখানি দীর্ঘশ্বাস একফালি মেঘের জন্য।
সে এখন কান্না লুকিয়ে বেড়ায়,
যদি তুমি আফসোস ভেবে ভুল করো, সেই লজ্জায়..।।