খুন হয়েছে প্রজাপতি গভীর রাতে
একটা শালিক গুমরে কাঁদে রোজ প্রভাতে,
একটা বাগান ধ্বংস হলো নষ্ট হাতে
মানুষ তবুও লাইন ধরে উঠতে জাতে।
ভাবুক কবি বৃথাই তোমার কাব্য লেখা
এই জনমে আর হবে না তোমার দেখা,
প্রজাপতির একটা খুনের বিচার হলো
শালিক পাখির কান্নাগুলো মানুষ ছুঁলো।।