মায়াবী জোনাক তুমি আলোকিত রাত 
আঁধারের মাঠে করো যোজনা আবাদ 
ঘোরলাগা চোখে তাই চেয়ে দেখি রোজ
এতোরুপ অপরুপ, আর কোথা খোঁজ 


পরীদের জল্পনা কবিদের কল্পনা 
মায়াবী কাজল আর কপালের টিপে
এতো আলো এতো কালো 
ওইটুকু দ্বীপে......!!!! 


পথিকের চেনা পথে, ভুল তবুও চোখেরই,
খোলাচুলে গন্ধরা যার নাকে দাঁড়ালো
ভুল তবুও পথহারা সেইই চেনা লোকেরই..!!


গোলাপের পাপড়ি টা আশা করে রোজ
তুমি এসে একবার নিয়ে যাবে খোঁজ, 
এইটুকু আশ্বাস যদি কভু মেলে 
বুকভরে শ্বাস নেবে এই বোকা ছেলে।।