আমারও তো ইচ্ছে করে
হাত বাড়িয়ে আকাশ ছোঁবার
মেঘের ভাঁজে লুকিয়ে থেকে
চাঁদের আলো করতে সাবাড়।
আমারও তো ইচ্ছে করে
চোখের তারাই উড়াই ফানুস
দেখতে ভীষণ নরম বুকে
ঘুমায় কেমন কঠিন মানুষ।
আমারও তো ইচ্ছে করে
মাতাল হতে রঙিন নেশাই
কালো চাঁদে রাতদুপুরে
ঠোঁট ডুবিয়ে রক্ত মেশাই।
আমারও তো ইচ্ছে করে
সব দিয়ে দেই আমার যতো
চাই না কিছুই বিনিময়ে
সুখ খুঁজে নিক যে যার মতো।
আমারও তো ইচ্ছে করে
বুকের ভেতর সূর্য উঠুক
আমি না হয় ফিরেই গেলাম
ইচ্ছে ফুলেই বাগান ফুটুক।