তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়
তোমারে দেখলেই গলা শুকায়া যায়, তৃষ্ণা লাগে, স্যালাইন এর প্রয়োজন হয়
তুমি আমার দিকে হাইটা আইলে হার্টবিট বাইড়া যাই, মনে হয় স্ট্রোক করমু উত্তেজনায়
তুমি চইলা গেলে গেলে হার্টবিট কইমা যাইতে থাকে, মনে হয় দম ফুড়ায়া যায়
তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়!
তুমি যখন কথা কও, ধান্ধা লাগে
মনে হয় স্লো মোশনে সব বন্ধ হইয়া যাইতাছে
তুমি গাইতাছ দুর থেইকা!
একটা তরংগ তৈরি হয়
তোমার গলা থেইকা আমার হৃদয় পর্যন্ত!
তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়!
তুমি যখন কান্দো, ঝড় নামে!
যেম্নে বর্ষাকালে কোপায়া বৃষ্টিপাত হয়
সব ডুইবা যায়, আমিও হাপুতুশ করি
ডুইবা যাই গভীর জলাধারায়
তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়
তুমি যখন খিলখিলায়া দাত বাইরা কইরা হাসো,
আমি খিচ খায়া যাই!
রিনঝিন স্বরে যেন মিউজিক বাজে
সর্বস্ব কাইপা উঠে, আমার জগত
ভইরা যায় অনাবিল সুখে
আমি মনের ভিত্রে কীর্তন করি
তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়
তুমি যখন ছাইড়া গেস আমারে,
একলা ফালায়া গেছ সমুন্দরের কোণায়
আমি একলা হাটছি বহুপথ
তোমারে খুইজা ব্যাকুল!
কাইন্দা কাইন্দা আন্ধার দুই চোখ!
বিছরায়া না পাইয়া তব্দা খায়া নিশ্চুপ!
তুমি চিনলানা আমারে ময়না!
তোমার লগে আমার দেখা হয়না, কবিতা হয়!