সত্যিই কেটে গেছে সুর ভবানীর তীরে
মুছে গেছে সিক্ত জলধারা!
পাষাণ হৃদয়জুড়ে বিষাদের স্বর
জলে হামেশায় নিভেনা তারা
আজ সুরহীনতায় আমি তালহীন গায়ক
শরাব বিনে পিপাসার্ত মাতাল
রাগ আছে, তালও বহাল
শুধু কেটে গেছে সুরের বহরা....
সুরের মুর্ছনায় ভুলে গেসি কত পথ
ভাবনার ঠেলাঘরে সমাধিস্থ শত রথ
বেহালার সুরে সুরে কেপে উঠে বুক
অশ্রুর নোলাজলে বহে পাহাড়ি কলতান
তারছেড়া গিটারে নেই কোন ঝপাঝপ
সত্যিই কেটে গেছে সুর ভবানীর তীরে...
এতকাল পেরিয়েও উগেনা ইস্পাত
উত্তাপহীন মস্তিস্কেই দোলাচালের সংঘাত
ব্যাথিত কবির গীতি আজ ধরেনা সুরের তাল
প্রাণহীন ধ্যানহীন শব্দের কোষাগার
ভাবুক হৃদয় খুজছে মুক্তির পয়গাম
সুরধারা কভু কি জুড়বে স্ব-পথ?