শুন্য হৃদয়
আদ্র অনুভূতি
তোমার আমার শেষ দেখা
কথিত আছে, মস্তিষ্ক দু'ভাগ
ডানে বিবেক, বামে আবেগ
তবে আমার ক্ষেত্রে সংগা ভিন্ন,
দুপাশেই শুন্য!
জীবনের গল্পে সময়ের গতি
খুব দ্রুত!
বুলেট ট্রেন, উড়োজাহাজ, ফায়ার জেট
কিছুই সময়ের গতি অপেক্ষা তুলনাহীন
সেই অদেখা সময়ের ঘড়িতে একটি
সংখ্যা অদৃশ্য! শুন্য!
আমার হৃদয় ও শুন্য তুমিহীনতায়
তুমি কি? রক্তে মাংসে পশু নাকি দীর্ঘজীবী গাছ
অদৃশ্য বাতাস নাকি বিস্তৃত আকাশ
তুমি একটি আবরণ, একটি আনসলভড "ম্যাথ"
যার একটি ফল " শুন্য"।
তোমার খুজতে যাওয়ার ব্যখ্যায়
বিগ ব্যাং থিওরির শুন্য কেমন পান্সে!
জগতের সব বিন্দু কি এক?
তোমার-আমার বিন্দু/ আমাদের অস্তিত্বের বিন্দু!
ভাবলে মনে হয় পুরো "বিষাদ সিন্ধু"!
আমি আজো অপেক্ষা করে আছি
অসমাপ্ত কাব্যের শেষ পঙক্তি লিখতে,
শব্দরাও যেন " হিপনোটাইজড"
অদৃশ্য কোন শক্তির হুকুম সব " ফুল স্টপ"
তুমি-আমি, মহাশুন্যের সব উপকরণ
আমাদের গল্পের কালি কত আগেই ফুরিয়ে গেছে!
ঘোলা হয়ে গেছে শুভ্র কাগজ!
লিখা হয় না কোন শব্দ।
কেন?
গল্পের চরিত্রগুলো সব "মৃত"
দ্যা ইন্ড বাডি! লেটস স্টপ নাউ!
কিন্তু শেষ বলে কি কিছু আছে?
সব শেষ থেকেই কিছু না কিছু শুরু হয়!
যেভাবে আমরা, বাস্তবে কিংবা কল্পনায়
অভুক্ত এক প্রেমিক, যে দূরে চেয়ে থাকে
তার প্রেয়সীর অপেক্ষায়.......
জগতের সব যদি শুন্য থেকে শুরু হয়
শেষ ও শুন্যতে.....