কেউ চলে যায়
কেউ বলে যায়
কেউ ছুয়ে যায় মন
জীবনের খেলাঘরে
শত রংগমঞ্চে
নাচে জীবন রংগিন!
আমার ভাবনাজুড়ে
রুপকথার দেশে
সুখের উঠোনে
ধোয়া উঠা কাপে
মন খারাপের সন্ধ্যায়
কত কি ঘটে!
কত কি রটে!
কত বয়ে যাই স্বপন!
সব খেলাছলে
অদৃশ্য খেলাঘরে
অমোঘ নিয়তির ঘোরে
উড়ে যায় সব শখ
আমি চেয়েছিলাম শুধু
শয়ন স্বপনে
দৃষ্ট অদৃষ্টের ছোয়ায়
তোমার সংগ
নিঃশ্বাসে স্পর্শে ঘ্রাণে
এক আমি
ক্ষুদ্র মানুশ
ছোট্ট স্বপন
কুড়েঘর
চশমার ডাট
তুমি আমি
শুধু আমরা
খোলা আকাশে
নদীর কলতানে
পাহাড়ে ঘাসে
নৌকার পাটাতনে
শরতের বিকেলে
তুমি আমি
শুধু আমরা!
জানি, কভু হবেনা পুরণ
আমাদের এক হয়ে থাকা
দু'হাতের শক্ত বাধনে
গরম কফির হাতে
তোমার এলোমেলো চুলে
ছেয়ে যাবে আমার মুখ
দু'চোখ ভরে যাবে জলে
মুছে দিবে তোমার আচলে
আমাদের নিঃশ্বাসে
শত সুখ দুখে
হাসি কান্নায়
বার্ধ্যকের শেষ গল্পে
তুমি আমি
শুধু আমরা!
-
হ্যা, আমরাই!