দুটো কথা বলতে ইচ্ছে ছিল খুব
হয়ে আর উঠলো কই
জীবনের গতিময়তায় হারিয়ে যায় ছন্দ
সব কথা বলা হয়ে উঠেনা কভু!
দুটো কথা? এ শুধু উপলক্ষ!
গল্প তো জনম জনমের!
একি সমাপ্তি বুঝে?
যেভাবে বুঝেনা মন!
মন? হ্যা. মন ই!
যে ব্যাকুল হয়ে কাদে একটু সংগের লোভে
একটু ভালোবাসার স্পর্শের তৃষনায় আজন্ম কাতর
হ্যা মন ই সেই, যে মায়ার বাধনে জড়িয়ে থাকতে চায়
জগতের সব যুক্তি ভুলে, জটিলতার ভীড়ে
একটু তুমিত্বের অধ্যাবসায় পেরোয় বহুদুর
তবুও গল্প বলা হয়ে উঠেনা
দুটো কথা কল্প হিসেবেই রয়ে যায়
মনের জানালার অন্ধকার ভেদ হয়না
তুমিহীনতায় ছেয়ে যায় শহর
বিষন্নতা নেমে আসে গ্রামের সবুজ বনানীতেও
পাহাড়, সমুদ্র কিংবা খরস্রোতা নদী!
কেউ শুনতে পায়না সেই সুর!
কেন? বলোতো!
আমি বিনে তুমি অপুর্ণ?
নাকি দুজন ই!
আমরা একই!
একই সাথে বয় শ্বাস!
প্রতিটি সেকেন্ড, ন্যানো, মিনি, মাইক্রো!
আরও অনু পরমানু মিলে বিনে তুমি!
হ্যা তুমি শুধুই আমার!
আমরা একই
সেই সৃষ্টির শুভলগ্ন থেকে
সমাপ্তিকাল পর্যন্ত!
তোমার আমার মাটির দেহেই কি সমাপ্তি?
নাগো না! এ তো চলবে চিরকাল
হয় ইহকাল কিংবা পরকাল
নরক বা স্বর্গে
স্রষ্টার মেহমানখানায় আখেরি দিনে
শুধু তোমাকেই চাইব
যেভাবে চেয়েছি এতকাল!
এই! তুমি কি আমার হবে?