তোমাকে পেতে ইচ্ছে করে খুব এই রাতের শুন্যতায়
আমার শক্ত বাহুর বন্ধনে আবদ্ধ তোমার পেলব বুক
ঠোটে ঠোট নেমে আসে গভীর চুম্বন।
নিশ্বাসে ভারি হয় বাতাস
কেপে উঠে অন্তরাত্মা
ভালোবাসার তীব্র সুখে বুজে
আসে আখি নির্ভরতায়
তোমার নরম দেহের মাদকীয়
ঘ্রাণে মাতাল হাওয়া বয় হৃদয়রাজ্যে
কামনার আগুনে প্রজ্জলিত হয়
শরীর নামক আকাশে
আমি ডুবে যেতে চাই অফুরন্ত শিহরণে
তোমার সোনালী চুলের আকাবাকা রেখায় ঢেকে যায়
সব!
এটা কি শুধুই কাম?
তুমি যখন চুপটি মেরে আমার প্রশস্ত বুকে শুয়ে থাকো
তোমার প্রতিটি নিঃশ্বাসে ধড়ফড়িয়ে উঠে আমার হার্টবিট
এই শান্তির পবিত্রতার কি কোন সংজ্ঞা হয়?
তুমি যখন ঘুমিয়ে থাকো ছোট্ট বাবুইয়ের মত
আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি
বরাবর।
নিষ্পাপ, স্নিগ্ধ মায়াবি চেহারা
আমাকে শব্দহীন করে তুলে
বিধাতার কাছে খুব করে কৃতজ্ঞতায় ভেজে আসে চোখ
বলি, "খোদা! না চাইতেই দিয়েছ
সব"
আমি প্রার্থনা অবিরত থাকি
তোমাকে পাওয়ার পুর্ণতায়
আমিও পুর্ণ হয়ে যাই।
তুমি বিনে এই আমি কিভাবে বাচতাম?
আমি যেন চলে যাই তুমি যাওয়ার আগে!
দুজনার দেখা হবে না হয় পুলসিরাতে....