বেলা অবেলায় কত কথা, কথা স্বপ্ন রটে
কত জীবন কালবেলার গল্পে হারিয়ে যায়
বিদঘুটে রাতগুলো একে একে কেটে যায়
নিঃস্বংগতার বিরহ গাথার কালসিটে পাতাগুণে
বহমান বাতাসও রঙ বদলে ফেলে সময়ের কালক্ষেপণে
আহা জীবন! অগণিত আত্মার অসহায় ক্রন্দনে
ভেসে যায় সব অবরুদ্ধ আবেগ!
মানবজনমের স্বার্থকতার অবিনাশে আত্নার মিছি সমার্পন
স্বাধীনতা, মুক্তি, সম্রাজ্য, আধিপত্যের জেরে
শত সহস্র লাশের মিছিলে আকাশ পাতাল
কাপিয়ে নিপীড়িত মনুষ্যের ক্রন্দনে কেপে উঠে
আপন হারানোর ব্যাথা গেথে যায় হৃদয় পিঞ্জিরে
মৃত্যু আসে, মুক্তি আসেনা; স্বাধ মিটেনা স্বাধীনতার!
অতৃপ্ত আত্মার দল দেহ ছেড়ে ফিরে নিজস্ব কক্ষপথে
যুগ বদলায়, পরিবেশ বদলায়, বদলায়না জীবন!
মানুষ সভ্য হয়, নতুন মুখোশে নিজেদের ঢাকে
ভোল পালটে, স্লোগানে গড়পড়তা আসে
দুর্বলদের জীবন ঢাকা পড়ে অনিমেষ অন্ধকারে
বিপ্লব ঘটে সবলের জীবন বিন্যাসে
প্রকৃতি অসহায় তার গদবাধা নিয়মে
দিন রাতের নিয়মতান্ত্রিক ঘুর্ণিতে হারিয়ে যাব
একদিন আমিও! এই শহরজুড়ে খুজে পাবেনা কোথাও.......

#জীবন