আমি একশ ফানুস দুঃখ উড়াবো
দুঃখুগুলো বাস্প হয়ে খুব উড়বে
উড়তে উড়তে নদীর ধারে কুল ডুবাবে
আমায় সহই দুঃখসকল মুর্ছে যাবে
সবাই তখন খিলখিলিয়ে হাসবে রবে,
দেখ দেখ! দুঃখ দেবতা গেলই ঝড়ে
খুব না সে বড়াই করে বলছিল হে!
থাকবে রয়ে সবশুষে পাশে টেনে
এই কি সে তার দেয়া কথা রাখল নাকি
জগতটাকে একা ফেলে গেলই ভেসে
কি হে দুঃখ! এতই বুঝি আপন হলে?
দেহ ছেড়ে প্রাণ টা নিয়েই ভাগলে শেষে
একটু বুঝি হলোনা মায়া ছেড়ে যেতে
এই না হলে কেমনতর দুঃখ হলে
আমি একশ ফানুস দুঃখ উড়াবো.......