শব্দগুলোও বেকার, আমার মত
স্থির নিশ্চুপ, একাকার!
কিছুই যেন করার নেই।
সময় বয়ে যাচ্ছে
ভিতরের অন্তুযুদ্ধও চলছে
ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে হাসিখুশি প্রাণ
আমার কাছে আমিত্বের পরাজয়
কতকাল ভাবলাম! মিনিট, ঘন্টা, দিন
কিছুই আর বদলে গেলোনা
গল্পটা এমন ই, ওয়ান্স আ লুজার
অলওয়েজ আ লুজার!
আমি অভ্যস্ত হয়ে গেসি এসবে
চারদিকে মানুষতো বটেই
গাছপালা দালানকোঠা এমনকি
রাস্তার কুকুরের চোখেও করুণা ভাসে!
চারদিকে একটি বাক্যের গুঞ্জনধ্বনি
তুই বেকার! তুই বেকার!!
জয়ীদের গল্প সবাই বলে
পরাজিতদের দুঃখ কেউ কি বুঝে?
ব্যার্থতার তো একটি সীমারেখা থাকে
আমি এর উর্ধ্বে অবস্থান করছি
শুনতে মজা লাগে না?
বেহায়ার মত সমাজের বোঝা!
কেউ কেউ তো বলে, পরে আছিস কেন
যা তুই বাউন্ডুলে, সমাজ ছেড়ে
ভালোবাসা, ক্যারিয়ার, দায়িত্ববোধ
সবখানেই অর্জন শুন্য!
কি দিলি তুই?
সমাজ পরিবার বা তুই নিজে
কিছু পেলি?
প্রিয়দের চোখে হতাশার কলিমা
দেখলেই বুকটা খালিখালি লাগে
মানুষকি শখে মরে পাগলা?
আচ্ছা জীবনের গল্প ভিন্ন হলে কেমন হত?
উঁহু! কল্পনা ঢের হয়েছে!
ঘোরে ঘোরে মোহের জালেই তো সব শেষ
আমার কেউ হলোনা
আমিও কারো হলামনা
ব্যর্থতার আরও কত গল্প যে ঝুড়ি ভরবে
অন্তহীন সময়ের নিঃসংগতার উপলব্ধি
নিয়েই কি শেষ হবে আমিত্বের উপখ্যান!
যদি থাকি বেচে, কোন একদিন
এই সময়গুলো খুব মনে পড়বে
এই প্রতিটি ক্ষণ, প্রতিটি মানুষকেও
আমি মনে রাখব খুব করে
প্রিয় পৃথিবীর মানুষ ও প্রকৃতি
আমার গল্প এখানেই না হয় শেষ
আপনাদের গল্পও শুনব খুব করে.....