রক্তিম সূর্যের আলোয়,
জাগে এক নতুন ইতিহাস।
জুলাইয়ের ঢাকায় জেগে উঠল প্রাণ,
স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম শুরু।
শহীদের রক্তে রাঙা হলো পথ,
আকাশ কাঁদে, ধরণী থমকে যায়।
পনেরো শত প্রাণ, বিসর্জিত হলো,
তবু নত হয়নি বীরদের মস্তক।
আঠাশ হাজার পঙ্গু দেহে,
বেঁচে রইল বিপ্লবের ছাপ।
তাদের চোখে ছিল অশ্রু নয়,
বরং এক দৃপ্ত প্রতিজ্ঞার ঝিলিক।
শাসকের সিংহাসন কাঁপিয়ে,
গর্জে উঠেছিল কোটি কণ্ঠস্বর।
"হাসিনা! পতন চাই,
আমাদের স্বাধীনতা চাই।"
মিছিলে মিছিলে জ্বলে উঠল আগুন,
রাস্তার ইট-পাথর জানে সেই তাপ।
বুলেটের গর্জন থামাতে পারেনি,
এই মাটি চেয়েছিল মুক্তির শপথ।
তোমাদের রক্তের ঋণ,
এই দেশ কোনোদিন ভুলবে না।
বিপ্লবের সেই জ্বলন্ত সূর্য,
বাংলার আকাশে চিরকাল থাকবে।
স্বৈরাচারের পতন,
কিন্তু লড়াই শেষ নয়।
তোমাদের প্রদীপ আমাদের হাতে,
আমরা জ্বালাবো ন্যায়ের আলো।
জুলাই-আগস্ট, এক রক্তাক্ত অধ্যায়,
তবু তোমরা লিখেছো মুক্তির গল্প।
এই মাটি জানে, এই মানুষ জানে,
তোমাদের সংগ্রাম অমর, তোমাদের নাম অক্ষয়।